মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদারঃ “কমলা রঙের বিশ্বে নারী, বাঁধার পথ দিবে পাড়ি” এ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে আভাস এনজিও’র উদ্যোগে মুলাদী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় মুলাদী প্রেসক্লাব হলরুমে বেসরকারি উন্নয়ন সংগঠন “আভাস” কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি ও ইউকেএইড অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগীতায় “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় গঠিত বরিশাল মুলাদী উপজেলা প্লাটফরম সভায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মুলাদী উপজেলার প্রেসক্লাব রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, মানববন্ধন শেষে মুলাদী প্রেস ক্লাবে হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্লাটফরমের যুগ্ন-আহŸায়ক জিয়াউল আহসান খান সিপু, আলোচনা সভা পরিচালনা করেন আভাস এর প্রোজেক্ট অফিসার নাসরিন খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শাহরিন আফরোজ, মুলাদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম মোশারফ হোসেন, মুলাদী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি খান কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি তালুকদার খোকন, রিপোটার্স ইউনিটির সাংগঠনি সম্পাদক রাসেল মল্লিক, সাংবাদিক রেজা হাওলাদার, আমিনুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সভায় প্লাটফর্ম এর সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মহিলা বিষয়ক কর্মকর্তা অসহায় নারীদের পাশে থাকার প্রতিশ্রুত দেন এবং তিনি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সহমত প্রকাশ করেন। এ ছারাও সভায় অংশগ্রহণকারী সকল সদস্য বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply