মুলাদী উপজেলা পর্যায়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারন এর এক্সিভিশন ও পুরুস্কার ২০২০ বিতরন করেন উপজেলা চেয়ারম্যান
- আপডেট সময় :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
-
৩৬৩
মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার> ২০১৮ সালের জানুয়ারী থেকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় সেরা বকরী পালনকারী ও পাঠা পালনকারীর মধ্যে এক্সিভিশন পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল বেলা ১২টায় মুলাদী উপজেলা প্রানিসম্পদ দপ্তরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন আওতায় উপজেলা পর্যায়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিশন ও পুরুস্কার ২০২০ এর বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ সোহেল রানা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, সাবেক উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দীন হাওলাদার, উপজেলা এল ই ও তাজবিরুল ইসলাম, এস এ এল ও ইস্কান্দর আলী, নুরুল ইসলাম, সামসুল আলম, প্রাণি সম্পদ অফিসের অফিস সহকারী মোঃ মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সাংবাদিক রেজা হাওলাদার সহ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনে খামারীগন।
অনুষ্ঠানে সেরা বø্যাক বেঙ্গল বকরী পালনকারী খামারী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাসুদ সরদার, ও সেরা পাঠা পালনকারী চরকালেখান লক্ষীপুর গ্রামের শেফালী বেগম কে ১টি করে এলইডি টিভি বিতরন করেন এবং ঔষধসহ ছাগলের খাদ্য, খাবার পাত্র ইত্যাদি বিশেষ পুরস্কার হিসাবে ৪জন খামারীকে প্রদান করা হয়েছে। এসময় প্রানিসম্পদ অফিসার ডাঃ সোহেল রানা বলেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনে খামারীদের এই প্রকল্পের আওতায় আধুনিক মান সম্পন্ন ও বৈজ্ঞানিক ভিত্তিক চারটি ঘর স্থাপন করা হয়। প্রকল্পের বাজেট প্রাপ্তি সাপেক্ষে চলতি অর্থ বছরে অত্র উপজেলার আরো ৮টি ছাগলের ঘর নির্মান করা হবে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply