মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: মুলাদীতে গাছুয়া ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, সমাজ সেবক প্রবাসী আব্দুল মালেক সিকদার গাছুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডুমুরীতলা ব্রীজের গোড়া হইতে ঢালী বাড়ী পর্যন্ত নিজের ব্যক্তি উদ্যোগে নেন। গতকাল বিকাল ৪ টায় গাছুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডুমুরীতলা ব্রীজের গোড়া হইতে ঢালী বাড়ী পর্যন্ত মাঠির রাস্তাটি উদ্বোধন করেন জাতীয় পার্টির গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সিকদার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তাটি হওয়ার ফলে এলাকাবাসী ও স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা হবে। দীর্ঘদিন অবহেলিত থাকার পর ও বন্যার পানির সময় এলাকাবাসী চলাচলের অসুবিধার কারণে নিজেস্ব অর্থায়নে উক্ত রাস্তাটি নির্মান করেন আব্দুল মালেক সিকদার। রাস্তা উদ্বোধনের পরে সন্ধ্যায় ৬ টায় ডুমুরীতলা রিপন ভুইয়ার বাড়ীর উঠান এলাকাবাসী একটি উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে এলাকাবাসী আগামী ইউপি নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গল মার্কার প্রার্থী হিসেবে আব্দুল মালেক সিকদারকে সকলেই ভোট দেওয়ার অঙ্গীকার করেন। উঠান বৈঠক ও রাস্তা উদ্বোধনের সময় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির গাছুয়া ইউনিয়নের সভাপতি জাহঙ্গীর আলম মাতুব্বর, প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সিকদার, স্থানীয় ছল্টার ফরাজী, হাবিবুর রহমান ঢালী, গাছুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আঃ কুদ্দুস বিশ্বাস, কবির হোসেন হাওলাদার, ইউনুস মাতুব্বর, হালিম বিশ্বাস, আঃ মোতালেব বিশ্বাস সহ প্রায় ২ শতাধিক স্থানীয় গ্রামবাসী ও গাছুয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদক সহ জাতীয় পার্টির অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ। সকল বক্তরাই বলেন যে প্রার্থী নির্বাচনের আগেই এলাকার উন্নয়নে কাজ শুরু করেছে তাকে আমরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয়ী করব। প্রধান অতিথি আব্দুল মালেক সিকদার বলেন আমার নেতা বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) আসনের সাংসদ, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এম পি সাহেবেকে ভালবেসে জাতীয় পার্টির আদর্শকে ভালবেসে জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দিয়ে সুমান অর্জন করি, আমার নেতা এম. পি সাহেব সৎ যোগ্য ও ন্যায় পরায়ন তার আর্দশকে ধারণ করে আমি নির্বাচন করব তবে আমার কোন অভাব নাই, সরকারী বরাদ্ধ দিয়ে গাছুয়া ইউনিয়নকে আমি আপনাদের মাধ্যমে সাজাতে চাই। আমি আপনাদের সাথে সুখ ও দুঃখের সাথী হিসেবে থাকতে চাই।
Leave a Reply