মেঘনায় সরকারি চাউল বোঝাই ট্রলার ডুবি
- আপডেট সময় :
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩৪
786 বার পঠিত
মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ)ঃ হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারী চাউল বোঝায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে হাতিয়ার ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে প্রবল স্রোতের কারণে মালবাহী ট্রলার ডুবে যায়।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আকরাম হোসেন বার্তা বাজারকে জানান, হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য চেয়ারম্যান ঘাট থেকে মালবাহী আল্লাহর দান নামীয় একটি ট্রলার ১শত ৫৯ টন চাল ও ৫০ টি গ্যাস সিলিন্ডার নিয়ে হাতিয়ার নলচিরা ঘাটে আসার পথে প্রচন্ড ঢেউয়ের তোড়ে কেরিংচর সংলগ্ন মেঘনা নদীতে নিয়ে ডুবে যায়। এসময় জেলে নৌকায় উক্ত টলারের কবির মাঝিসহ অন্যদেরকে উদ্ধার করা হয়।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রাইমজনতা ২৪’কে বলেন, হাতিয়ার চৌমুনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য সোনাপুরের তাজু কমিশনার উক্ত মালামাল গুলো ট্রলারে দিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply