ঢাকার ধামরাই উপজেলায় টাকার অভাবে মেডিকেল কলেজে ভর্তি হতে না পেরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তা নাম সানজিদা আক্তার।
সকালে ঘুম থেকে সানজিদার উঠতে বিলম্ব দেখে বাবা জামাল উদ্দিন মেয়ের দরজায় কড়া নেড়ে বারবার ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ ব্যাপারে ধামরাই থানার এসআই তন্ময় সাহা জানান, পরিবারের সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply