মেসির পক্ষে বার্সেলোনায় থাকা এখন কষ্টকর। এর মধ্য দিয়ে মেসি-বার্সা বিচ্ছেদের মহানাটক ক্লাইম্যাক্সে পৌঁছল। দুপক্ষের অবস্থান স্পষ্ট। মেসি বার্সা ছাড়তে চান। বর্তমান ট্রান্সফার উইন্ডোতে ফ্রিতে তিনি তা পারেন বৈধভাবে। বার্সা তাকে ছাড়তে নারাজ। তাদের দাবি– মেসির ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ এখনও বৈধ।যদিও মেসির ট্রান্সফার নিয়ে রহস্যের জট পাকিয়ে ফেলেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।ব্রিটেনের গণমাধ্যমের খবর, ৭০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে ম্যানসিটি মেসিকে তাদের তাঁবুতে নিয়ে আসতে প্রস্তুত। কাতালান ক্লাবের সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তি মোতাবেক এই পরিমাণ অর্থ দিয়ে তাকে কিনতে হবে।
কিন্তু ভিন্ন রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ।তাদের দাবি, ৭০০ নয়, মাত্র ১০০ মিলিয়ন ইউরোতেই মেসিকে ছেড়ে দেবে বার্সা। বিষয়টিতে মেসির বাবা ও এজেন্টের সঙ্গে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে বার্সা।
বুধবার বার্সেলোনা এবং মেসির বাবার মধ্যে যে বৈঠক হয়েছে, সেখানকার এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।
গণমাধ্যমটি আরও জানিয়েছে, বুধবার আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসে নামার পর মিডিয়ার মুখোমুখি হয়ে মেসির বাবা হোর্হে মেসি। তিনি বলেছেন, ‘মেসির পক্ষে বার্সায় থাকা এখন কঠিন হয়ে পড়েছে। প্রায় ২ ঘণ্টার বৈঠকে নানা বিষয়ে আলোচনার পর শেষ পর্যন্ত মেসিকে ১০০ মিলিয়ন ইউরোয় (১০ কোটি টাকা) ছাড়তে রাজি হয়েছে বার্সা।
এখন যে কোনো মুহূর্তে এ ট্রান্সফার ফির বিনিময়ে বার্সা ছাড়তে পারবেন মেসি।
Leave a Reply