নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
হিজলায় জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলার শিকার হয়ে নিঃস্ব কয়েকটি পরিবার। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলেন বরিশাল ৪ আসনের সংসদ পঙ্কজ নাথ। বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা ও টিন তুলে দিলেন, স্থানীয় সাংসদ পংকজ নাথ। মেহেন্দিগঞ্জে লঞ্চ থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, আটক-৩ বরিশালের হিজলায় ভীশণ কেয়ার হসপিটালের মালিকানা নিয়ে ভিশন যন্ত্রনায় মালিক পক্ষ। উপজেলা পর্যায়ে লাইভ ভেরিফিকেশন কর্মসূচি। হিজলায় রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। হিজলায় পৈতৃক ভিটা থেকে ভাতিজিকে উচ্ছেদের অভিযোগ হিজলায় কোস্ট গার্ড গরিব দুস্থ্য মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ হিজলা প্রতিনিধি কাজিরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ইউপি সদস্যের
মেসিকে পেতে চায় ম্যানচেস্টার সিটি, চাড়তে রাজি ২জন

মেসিকে পেতে চায় ম্যানচেস্টার সিটি, চাড়তে রাজি ২জন

ক্লাব ফুটবলে বার্সার মেরুন-নীলরঙা জার্সির বাইরে অন্য কোনো জার্সিতে কি মেসিকে দেখা সম্ভব?

কয়েক দিন আগে এই প্রশ্নটা করা হলেও উত্তর হতো, না। কিন্তু ২০২০ সাল এ দিনটাও দেখিয়ে দিচ্ছে ফুটবলপ্রেমীদের। কিছুদিন পর হয়তো বার্সা না, অন্য কোনো ক্লাবের রং গায়ে চড়াবেন মেসি। আর সে দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটিই।

স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক জাভি কাম্পোস এর মধ্যেই জানিয়ে দিয়েছে, সিটিতে যাওয়ার ব্যাপারে পেপ গার্দিওলার সঙ্গে বেশ ক’বার ফোনালাপ করে ফেলেছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলেছেন, মেসি যেতে পারেন সিটিতে। বার্সেলোনার হাঁড়ির খবর বের করে আনার জন্য গত কয়েক বছর ধরে এই বেকলার বেশ বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনিই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা থেকে বার্সেলোনা ছাড়ার খবরটি দিয়েছিলেন।

বেকলার-কাম্পোসদের সুর ধরে কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসিকে নিয়ে বার্সা-সিটির সম্ভাব্য চুক্তিটা কেমন হতে পারে। মেসিকে যদি ফ্রি তে না পাওয়া যায়, তাহলে চুক্তিতে কোন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে সিটি? স্পোর্ত বলছে সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কথা।

ওদিকে এ দলবদলের বাজারে আরও দুই পজিশনের খেলোয়াড় কিনতে চায় বার্সেলোনা। জেরার্ড পিকের উত্তরসূরি হিসেবে একজন সেন্টারব্যাক লাগবেই, লাগবে লেফটব্যাকে জর্ডি আলবার উত্তরসূরিও। সিটির দুই ডিফেন্ডারকে বহুদিন ধরে পছন্দ বার্সেলোনার। তাঁদের নাম এরিক গার্সিয়া ও অ্যানহেলিনো। এই গার্সিয়া আবার সিটিতে যোগ দেওয়ার আগে বার্সাতেই খেলতেন। রক্ষণভাগের নতুন নেতা হিসেবে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চাইছে বার্সেলোনা। ওদিকে সিটি থেকে ধারে এই মৌসুমে লাইপজিগে খেলা অ্যানহেলিনো প্রতিভার স্বাক্ষর রেখেছেন নিয়মিত। যা নজরে পড়েছে বার্সেলোনার। সিটি জানে সেটা। মেসির জন্য সম্ভাব্য চুক্তিতে তাই অন্তর্ভুক্ত করা হতে পারে গার্সিয়াকে-আনহেলিনোকেও।

ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।

একই সম্ভাবনার কথা বলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ানের দুই সাংবাদিক জেরার্ড রোমেরোও। ওদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবেস্পোর্তে জানিয়েছে জেসুসের প্রতি বার্সার আগ্রহের কথা।

এদিকে ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ম্যানচেস্টার সিটিতে তিন বছর খেলার পর বাকি দুবছর একই মালিকানার ক্লাব নিউইয়র্ক সিটি এফসিতে খেলার শর্ত নাকি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2020 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com