ক্লাব ফুটবলে বার্সার মেরুন-নীলরঙা জার্সির বাইরে অন্য কোনো জার্সিতে কি মেসিকে দেখা সম্ভব?
কয়েক দিন আগে এই প্রশ্নটা করা হলেও উত্তর হতো, না। কিন্তু ২০২০ সাল এ দিনটাও দেখিয়ে দিচ্ছে ফুটবলপ্রেমীদের। কিছুদিন পর হয়তো বার্সা না, অন্য কোনো ক্লাবের রং গায়ে চড়াবেন মেসি। আর সে দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটিই।
বেকলার-কাম্পোসদের সুর ধরে কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসিকে নিয়ে বার্সা-সিটির সম্ভাব্য চুক্তিটা কেমন হতে পারে। মেসিকে যদি ফ্রি তে না পাওয়া যায়, তাহলে চুক্তিতে কোন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে সিটি? স্পোর্ত বলছে সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কথা।
ওদিকে এ দলবদলের বাজারে আরও দুই পজিশনের খেলোয়াড় কিনতে চায় বার্সেলোনা। জেরার্ড পিকের উত্তরসূরি হিসেবে একজন সেন্টারব্যাক লাগবেই, লাগবে লেফটব্যাকে জর্ডি আলবার উত্তরসূরিও। সিটির দুই ডিফেন্ডারকে বহুদিন ধরে পছন্দ বার্সেলোনার। তাঁদের নাম এরিক গার্সিয়া ও অ্যানহেলিনো। এই গার্সিয়া আবার সিটিতে যোগ দেওয়ার আগে বার্সাতেই খেলতেন। রক্ষণভাগের নতুন নেতা হিসেবে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চাইছে বার্সেলোনা। ওদিকে সিটি থেকে ধারে এই মৌসুমে লাইপজিগে খেলা অ্যানহেলিনো প্রতিভার স্বাক্ষর রেখেছেন নিয়মিত। যা নজরে পড়েছে বার্সেলোনার। সিটি জানে সেটা। মেসির জন্য সম্ভাব্য চুক্তিতে তাই অন্তর্ভুক্ত করা হতে পারে গার্সিয়াকে-আনহেলিনোকেও।
ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।
একই সম্ভাবনার কথা বলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ানের দুই সাংবাদিক জেরার্ড রোমেরোও। ওদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবেস্পোর্তে জানিয়েছে জেসুসের প্রতি বার্সার আগ্রহের কথা।
এদিকে ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ম্যানচেস্টার সিটিতে তিন বছর খেলার পর বাকি দুবছর একই মালিকানার ক্লাব নিউইয়র্ক সিটি এফসিতে খেলার শর্ত নাকি দেওয়া হয়েছে।
Leave a Reply