নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
হিজলায় সেনাবাহিনী ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম আজিম। হিজলায় মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ২০ জন আটক। হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠিয়েছেন। হিজলায় সুফিয়ান হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিজলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় । তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে সবুজ বনায়নের বিকল্প নেই, ড. শাম্মী আহমেদ এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মেসিকে পেতে চায় ম্যানচেস্টার সিটি, চাড়তে রাজি ২জন

মেসিকে পেতে চায় ম্যানচেস্টার সিটি, চাড়তে রাজি ২জন

ক্লাব ফুটবলে বার্সার মেরুন-নীলরঙা জার্সির বাইরে অন্য কোনো জার্সিতে কি মেসিকে দেখা সম্ভব?

কয়েক দিন আগে এই প্রশ্নটা করা হলেও উত্তর হতো, না। কিন্তু ২০২০ সাল এ দিনটাও দেখিয়ে দিচ্ছে ফুটবলপ্রেমীদের। কিছুদিন পর হয়তো বার্সা না, অন্য কোনো ক্লাবের রং গায়ে চড়াবেন মেসি। আর সে দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটিই।

স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক জাভি কাম্পোস এর মধ্যেই জানিয়ে দিয়েছে, সিটিতে যাওয়ার ব্যাপারে পেপ গার্দিওলার সঙ্গে বেশ ক’বার ফোনালাপ করে ফেলেছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলেছেন, মেসি যেতে পারেন সিটিতে। বার্সেলোনার হাঁড়ির খবর বের করে আনার জন্য গত কয়েক বছর ধরে এই বেকলার বেশ বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনিই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা থেকে বার্সেলোনা ছাড়ার খবরটি দিয়েছিলেন।

বেকলার-কাম্পোসদের সুর ধরে কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসিকে নিয়ে বার্সা-সিটির সম্ভাব্য চুক্তিটা কেমন হতে পারে। মেসিকে যদি ফ্রি তে না পাওয়া যায়, তাহলে চুক্তিতে কোন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে সিটি? স্পোর্ত বলছে সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কথা।

ওদিকে এ দলবদলের বাজারে আরও দুই পজিশনের খেলোয়াড় কিনতে চায় বার্সেলোনা। জেরার্ড পিকের উত্তরসূরি হিসেবে একজন সেন্টারব্যাক লাগবেই, লাগবে লেফটব্যাকে জর্ডি আলবার উত্তরসূরিও। সিটির দুই ডিফেন্ডারকে বহুদিন ধরে পছন্দ বার্সেলোনার। তাঁদের নাম এরিক গার্সিয়া ও অ্যানহেলিনো। এই গার্সিয়া আবার সিটিতে যোগ দেওয়ার আগে বার্সাতেই খেলতেন। রক্ষণভাগের নতুন নেতা হিসেবে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চাইছে বার্সেলোনা। ওদিকে সিটি থেকে ধারে এই মৌসুমে লাইপজিগে খেলা অ্যানহেলিনো প্রতিভার স্বাক্ষর রেখেছেন নিয়মিত। যা নজরে পড়েছে বার্সেলোনার। সিটি জানে সেটা। মেসির জন্য সম্ভাব্য চুক্তিতে তাই অন্তর্ভুক্ত করা হতে পারে গার্সিয়াকে-আনহেলিনোকেও।

ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।

একই সম্ভাবনার কথা বলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ানের দুই সাংবাদিক জেরার্ড রোমেরোও। ওদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবেস্পোর্তে জানিয়েছে জেসুসের প্রতি বার্সার আগ্রহের কথা।

এদিকে ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ম্যানচেস্টার সিটিতে তিন বছর খেলার পর বাকি দুবছর একই মালিকানার ক্লাব নিউইয়র্ক সিটি এফসিতে খেলার শর্ত নাকি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com