মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোঃমোহসীন রাসেলঃ মেহেন্দিগঞ্জে গাজাসহ আহম্মেদ আলী ( ৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ । সোমবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর ব্র্যাক অফিস সংলগ্ন আবুল হোসেন মোল্লা বাড়ির সামনে সরকারী রাস্তা থেকে আহম্মেদকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২০ গ্রাম ওজনের গাজা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সদস্যরা। তাকে আটকের নেতৃত্ব দেন এস আই শফিকুল ইসলাম। আটক আহম্মেদ পৌরসভার কালিকাপুর ওয়ার্ডের হোসেন আলী বেপারীর ছেলে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময়ে তার সাথে থাকা ২০ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত আহম্মেদ বলেন, তিনি বিভিন্ন সময়ে এলাকার ৩ ব্যাক্তির কাছ থেকে গাঁজা পাইকারী ক্রয় করেন। মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই সাহাব উদ্দীন বলেন, আটককৃত আহম্মেদ’র বিরুদ্ধে পূর্বে আরও একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য বিক্রির কথা স্বীকার করেন। এর আগেও একই অভিযোগে তিনি জেল খেটেছিলেন। মাদক ব্যবসায়ী আহম্মদ আলী মেহেন্দিগঞ্জে মধুমিতা ফুড প্রোডাক্ট’র রুটির সেলসম্যান ছিলেন। রুটি সেল’র অন্তরালে মাদক দ্রব্য ব্যবসা করে আসছেন।
Leave a Reply