বরিশালের মেহেন্দিগঞ্জের আদ্ধারমানিক ইউনিয়নে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারিকে কুপিয়ে আহত করেছে দুর্বিত্তরা।
মেহেন্দিগঞ্জের ১ নং আদ্ধারমানিক ইউনিয়নে গত ১৯ই সেপ্টেম্বর শনিবার আনুমানিক সন্ধা ৭ টার দিকে ৮ মাসের অন্তঃসত্ত্বা নাজমা আক্তারকে ঘরে ঢুকে এলোপাথারি ভাবে দেশিও অস্র দিয়ে আঘাত করে প্রতিবেশী জলিল মাঝির দুই পুত্র আল-আমিন মাঝি (২৬) ও রায়হান মাঝি, নোমান রাড়ি (২২), পিতা মন্নান রাড়ি, সহ অন্যান্যরা।
স্থানীয় সূত্রে জানা যায় দুই মাস পূর্বে হাঁস নিয়ে ছোট খাটো ঝগড়া ঝাটি থেকে এই ঘটনার সূত্রপাত ঘটে। ১৯ তারিখ শনিবার সন্ধা ৭টার দিকে দেশিও অস্র দিয়ে নামধারিরা ঘরে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগম’কে কুপিয়ে গুরুতর আহত করে। প্রতিবেশীরা নাজমা বেগমের চিৎকার শুনে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে নাজমা বেগমের স্বামী (নুরুজ্জমান মাঝি) জানান , তিনি বাদী হয়ে কাজির হাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জলিল মাঝির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন সরদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি আমি জানতে পেরেছি, এ বিষয়টি যাতে দ্রুত সমাধান করা যায় তার ব্যবস্থা করা হবে। কাজির হাট থানার ভার প্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেনের কাছে ঘটনাটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি উপস্থিত জরুরি সভায় আছি এ বিষয়ে খুতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply