নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আন্দারমানিক ইউনিয়নের ২নং ওয়ার্ডে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, জানা গেছে দুবাই প্রবাসি আমির হোসেন হাওলাদারের স্ত্রী গৃহবধূ কল্পনা এক সন্তানের জননী। সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ কল্পনা। পরে প্রতিবেশীর ডাক চিৎকার শুনে স্বজনরা কল্পনার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি থানায় অবগত করালে কাজির হাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে। প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারন জানা যায়নি। তবে স্বজনদের অভিযোগ একই বাড়ির খালেক হাওলাদারের সাথে জমি সংক্রান্ত বিষয়ে অনেকদিন ধরে মামলা মকদ্দমা চলমান রয়েছে। এর জের ধরে তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এলাকাবাসী এটিকে একটি রহস্যজনক মৃত্যু বলে মনে করেন।
এবিষয়ে কাজিট হাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান হত্যার বিষয়ে এখন কোন মামলা হয়নি, মামলা প্রকৃয়াধীন রয়েছে। সুরহতাল রিপোর্ট পাওয়ার পরে হত্যা কিংবা আতœহত্যা বিষয়টি জানা যাবে।
Leave a Reply