মেহেন্দিগঞ্জে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সংরক্ষিত সদস্যার স্বামীর বিরুদ্ধে লাঠি দিয়ে পিটিয়ে ঝালমুড়ি ব্যবসায়ীর বাম হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম হাবিব বেপারী (৩৩)। তিনি মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের পূর্বইয়ারবেগ গ্রামের খোরশেদ বেপারির ছেলে। হাবিব বেপারীকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাবিব বেপারী বলেন, তিনি মেহেন্দিগঞ্জে ঝালমুড়ি ব্যবসা করেন। ৬ মাস পূর্বে ওই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা মেম্বার লুনা আক্তারের স্বামী সোহেল জমদ্দার তার ভোটার স্থানান্তর করে দেওয়ার কথা বলে ১৫০০ টাকা নেয়া দীর্ঘদিনেও সোহেল জমদ্দার ভোটার স্থানান্তরও করেননি এবং টাকাও ফিরত দেন না। ঘটনার দিন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ২০২৩ ইং বিকাল সাড়ে ৪ টার সময় ওই টাকা ফেরত চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে কুদ্দুস এর চায়ের দোকান থেকে ধরে নিয়ে প্রকাশ্য ফিল্মি স্টাইলে তাকে মারধর করে। কচা দিয়ে পিটিয়ে হাবিব বেপারীর হাত ভেঙে দেন সোহেল জমদ্দার ও তার ভাই রুবেল জমদ্দার। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে জখম করে। ঘটনার পর থেকে সোহেল জমদ্দারের মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত সোহেল উল্টো থানায় লিখিত অভিযোগ দিয়েছে আমরা তা আমলে নেয়নি তবে আহত পক্ষ অভিযোগ দিলে তা নেওয়া হবে।
Leave a Reply