মেহেন্দিগঞ্জে নারিকে অপহরনের দায়ে গনপিটুনি দিয়ে থানায় সোপর্দ অপহরনকারীকে।
- আপডেট সময় :
বুধবার, ২৪ জুন, ২০২০
-
৫৮৩
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি; মো: মহসিন রাসেল:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আ: জলিল ঢালীর ছেলে ”ছালাউদ্দিন (ছালা)’ একজন নারীকে অপহরণের দায়ে গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার চুনারচর এলাকা থেকে ওই নারীসহ জনতা আটক করেন এবং পরে ছালাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসি।
স্থানীয় সূত্রে জানাযায় যে, আঃ জলিল ঢালীর ছেলে শীর্ষ সন্ত্রাসী ছালাউদ্দিন ছালা’র নামে মেহেন্দিগঞ্জ থানায় ১০-১২ টি মাললা রয়েছে । গত রবিবার একজন নারীকে অপহরণ করেন এবং পরে এব্যাপারে স্থানীয় জনগন জানতে পেরে তাকে আটক করে এবং গনপিটুনি দেয়, সন্ত্রাসী ছালাকে গ্রেফতারের সংবাদ পেয়ে সলদী লক্ষিপুর ও ধূলখোলার শত শত নির্যাতিত মানুষ রাত ১১টায় পাতারহাট বন্দরে এসে তার ফাসির দাবিতে মিছিল করে এবং ছালাউদ্দিন এর নামে পাতার হাট থানায় একটি অপহরনের মামলা দায়ের করা হয়।
গোপন তথ্যের ভিত্তিত জানা যায় যে, জামাল ঢালীর ছেলে, ছালাউদ্দিন ঢালী এলাকায় শির্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তাছাড়াও মাদক ব্যবসা, জলদস্যুতা সহ অন্যান্য অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত, তার অত্যাচারের কারনে এলাকাবাসী অতিষ্ট এছাড়াও যুবতিরা তার অত্যাচারের কারনে বাড়ি থেকে বেড় হতে পারে না। এব্যাপাড়ে প্রসাশনের হস্তক্ষেপ দাবী করেন এলাকাসাবী।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply