মেহেন্দিগঞ্জের পাতারহাট-উলানিয়া সড়কের মধ্যবর্তী খেজুরতলী ব্রীজ নির্মানে ধীরগতির ফলে ভোগান্তির শেষ নেই সাধারন মানুষের। মৌসুমি বায়ুর প্রবল প্রভাব ও জোয়ারের ফলে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদ-নদীর পানি। অস্বাভাবিক জোয়ারের পানিতে থৈ থৈ করছে মেহেন্দিগঞ্জ এর নিম্নাঞ্চলসহ বিস্তৃর্ন জনপদ। গত দুই দিন ধরে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষগুলো পড়েছে চরম বিপাকে। খেজুরতলী ব্রীজ নির্মানে ধীরগতির কারনে জনগনের চলাচলের জন্য তৈরিকৃত বাঁধটিও পানিতে ডুবে যাওয়ায় বাড়ছে ভোগান্তি। স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ও ব্রীজ নির্মানের জন্য খালে বাধ দেওয়ায় পানির স্বাভাবিক গতিরোধের বিঘ্নতায় তলিয়ে গেছে পাশ্ববর্তী আশ্রয়কেন্দ্র এর মানুষের বসত বাড়ি ও ফসলি জমি। ফলে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন আশ্রয়কেদ্রের সাধারণ মানুষ। দূর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ব্রীজটির নির্মান কাজ শেষ করার দাবী জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply