মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মহসিন রাসেল> মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামে ০৫/০৭/২০ গভীর রাতে পাঞ্জেগানা মসজিদের দান বক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। সকালে মুসল্লীরা ফজরের নামাজ পড়তে এসে এমন ঘটনা দেখে হতবাক হয়ে যান । প্রতিদিনের মতো সবাই এশার নামাজ পড়ে বাড়িতে গেলে গভির রাতে এই চুরির ঘটনা ঘটে।
Leave a Reply