নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জে স্থানীয় সাংসদ পংকজ নাথ’র সুস্থ্যতায় মসজিদে ছবি সম্বলিত ব্যানার টানিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত করার ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সমলোচনা ঝড় বইছে, মেহেন্দীগঞ্জের ৩নং চর এককরিয়া। “ইসলামে ছবি হারাম। যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না” এমন হাদিস জানা থাকা সত্বে ধর্মীয় এই পবিত্র ঘরে কিভাবে ছবি সম্বলিত ব্যানার টানিয়ে আলোচনা ও দোয়া মোনাজাতের করা হয় এমন প্রশ্ন ধর্মপ্রাণ মুলসলমানের। একটি হারাম কাজকে ধর্মীয় প্রার্থনালয়ে স্থান করে দেওয়া যেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামীল বলে মনে করছেন আলেম ওলামারা। এটাকে ধর্মীয় সংঘাতের উস্কানি বলে মনে করেন অনেকে।
সোস্যাল মিডিয়া ফেসবুকে নানান মন্তব্য আসছে। কেউ কেউ বলছেন অতি উৎসাহী হয়েই ধর্মের কোন আইন কানুন মানছেন না পংকজ অনুসারীরা। আবার কেউ কেউ বলছেন পরিকল্পিতভাবে এমপি পংকজ নাথ’কে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মসজিদে ছবি সম্বলিত ছবি টানানো হয়েছে এবং ইহার ছবি তুলে ফেসবুকে আপলোড করা হয়েছে। অনেকে দিক্কার জানিয়েছেন এহেন কান্ডে।
স্থানীয় সাংসদ পংকজ নাথ’র অনুসারী উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন পলাশ এ বিষয়ে বলেন, আমি বিষয়টি জানিনা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবন্দ ও মসজিদের ইমাম সাহেব বলতে পারবে কি করে মসজিদের ছবি সম্বলিত ছবি টানানো হল। মসজিদের ইমাম সাহেবকে মোবাইলে পাওয়া যায়নি।
Leave a Reply