মেহেন্দিগঞ্জে প্রতিনিধি: মহসিন রাসেল: বরিশালের মেহেন্দিগঞ্জে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে সামাজকি যোগাযোগ মাধ্যম ফেইজবুকে কুটুক্তি করায় কটুক্তিকারী সজল শীল ও পিতা পাতারহাট বন্দরের স্কুলরোড এলাকার পার্স ব্যবসায়ী শংকর শীল-কে আটক করেছে মেহেন্দিগঞ্জ পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয়রা প্রথমে পিতা শংকরকে আটক করে থানা পুলিশে কাছে সোর্পদ করেন। জানা গেছে পার্স ব্যবসায়ী শংকর শীল এর ছেলে সজল শীল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ফেইজবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সকালে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে সজল পালিয়ে আত্মগোপনে চলে যায়। আটককৃত শংকর চন্দ্র শীল পৌরসভার ৬ নং খরকী ওয়ার্ডের বাসিন্দা। এই নিয়ে মেহেন্দিগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের টহল অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত সজলকে থানা পুলিশের একটি দল দুপুর ১টায় তার বাড়ির পাশের একটি ঘর থেকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করতে সক্ষম হয়।
Leave a Reply