মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জে জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ ইউনুস রাঢ়ীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই মর্মে অভিযোগ করেছে হামলার শিকার ইউনুস রাঢ়ীর পরিবার। তারা জানান, গত শনিবার দুপুর আনুমানিক ১২ টার সময় পাতারহাট বন্দরের পাচানীঘাট ব্রিজ সংলগ্ন আহতের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, ইউনুস রাঢ়ীর উপর হামলা চালায় আবির বেপারী,জিহাদ সিকদার, আশিক, ইয়ামিন মাঝি, সোলায়মান সিকদার, শিমুল তালুকদার সহ ২০/২৫ জনের কথিত ছাত্রলীগ। এতে ইউনুস রাঢ়ী গুরুতর আহত হয়। তার মাথা, পায়ে, হাটু ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরবর্তীতে স্থানীয় ও এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাক বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। কেন তার উপর এই বর্বরোচিত হামলা তার সঠিক কারন জানা যায় নি। এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবার। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের শাস্তি দাবি করেন ও নিন্দা জানান অনেকে।
Leave a Reply