নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ও আন্দারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন সহিংসতার মধ্য দিয়েই চলছে প্রার্থীদের প্রচারণা। এদিকে জয়নগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. সেকান্দর আবু জাফরের রহমানহাট বাজারে নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শুক্রবার ভোর ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান নৌকা প্রতীকের প্রার্থী মো.সেকান্দর আবু জাফর। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পার্শ্ববর্তী কাজিরহাট থানার মকবুলহাট পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রব ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনার রেশটানতে না টানতেই আন্দারমানিক ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. কাজী শহিদুল ইসলামের উঠোন বৈঠকে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভেঙে ফেলেন বলে অভিযোগ তোলেন কাজী শহিদুল ইসলাম।একই দিনে এ ইউনিয়নের দুই স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল প্রতীকের আব্দুর রহমান পলাশ এবং চশমা প্রতীকের নাসিরউদ্দীন খোকন খানের মধ্যে একই স্থানে উঠোন বৈঠক দেওয়ায় মারামারির ঘটনা ঘটে।এতে শিশুসহ দুপক্ষের ৫ জন আহত হয়েছেন।তাদেরকে মুলাদীসহ স্থানীয় সাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়নগর ইউনিয়নের সেকান্দর আবু জাফর বলেন, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটিয়েছে। এ সময় তার অফিসের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি তার একটি প্রতীকী নৌকায় আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়।ঘটনাস্থল পরিদর্শনকারী কাজিরহাট থানার মকবুলহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রব বলেন, ফজরের নামাজের পর কে বা কারা রহমানহাট বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ করে। পরে বাজারের স্থানীয়রা পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের মালামালের কিছু ক্ষতি হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানপ্রার্থী মো. সেকান্দর আবু জাফর অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যান্দপুর, লতা, আন্ধারমানিক, চরএকরিয়া, জয়নগর, গোবিন্দপুর ইউনিয়ন ও হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply