মেহেন্দিগঞ্জ ঃ মোহসীন রাসেল ঃ আজ বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ পৌরসভা থেকে অবৈধভাবে জেলে কার্ডের ৩৫০ কেজি চাল পাচার করার সময় ফয়েজ নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদকে অবগত করলে তিনি তাৎক্ষণিক পৌরসভার দায়িত্বরত ট্যাগ অফিসার পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ ইলিয়াস হোসেনকে ঘটনাস্থলে পাঠান। ট্যাগ অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে যেই জেলেদের চাল বলা হয়েছে, সেই জেলেরা উপস্থিত হয়ে চালের ব্যাপারে তারা কিছুই জানেনা বলে জানান। এসময় পৌর সচিব নজরুল ইসলাম জানান, জেলে কার্ডের চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এবিষয়ে ট্যাগ অফিসার মোঃ ইলিয়াস হোসেন জানান, চালের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, ট্যাগ অফিসার মোঃ ইলিয়াস ও উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইনকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কেহ অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply