♣মোংলায় মাস্ক বিতরণ করলেন মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি
ইয়াছির অারাফাত, মোংলা,(বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলায় করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক’র ব্যবহার ও সকলকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করতে ফ্রি মাস্ক বিতরণ করেছেন স্থানীয় এক সাংবাদিক ও শিপিং ব্যবসায়ী।
মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকন্ঠ’র স্থানীয় প্রতিনিধি ও শিপিং ব্যবসায়ী আহসান হাবিব হাসান বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের প্রধান কাঁচা বাজার, মাছ, মাংস ও মুদি বাজারসহ সিঙ্গাপুর মার্কেট এলাকায় ব্যতিক্রম এ প্রচারণা চালান।
এ সময় তিনি পথচারীদের হাতে একটি করে মাস্ক তুলে দেন এবং নিজ হাতে তা তাদেরকে পরিয়েও দেন। তিনি স্থানীয় সংবাদকর্মী ছাড়াও প্রায় দুইশত দরিদ্র (ভ্যান চালক ও দিনমজুর) মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করেন। তিনি বলেন, অনেকেই আছে যাদের মাস্ক কেনারও সামথর্য নেই।
যেমন রিক্সা-ভ্যান চালক, ভিক্ষুক, দিনমজুর, আমি রাস্তায় হেটে হেটে খুজে এ সকল লোকজনকে মাস্ক দিয়েছি। যাতে তারা এটি ব্যবহার করেন এবং করোনা সম্পর্কে সচেতন হন।##
Leave a Reply