ইয়াসির আরাফাত মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলায় চা স্টলে অন-টাইম কাফ ব্যবহার সহ টিভি চালানো ও আড্ডা না দেয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে মোংলা উপজেলার সকল হোটেল, রেষ্টুরেন্ট, ছোট ছোট চায়ের দোকান থেকে কেরামবোট ও টেলিভিশন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান রবিবার বেলা ১২ টায় এ নির্দেশ দেন। নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে এ নির্দেশনা জারি করেন। তারা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন। বিনা প্রয়োজনে চায়ের দোকান, বাজার বা রাস্তাঘাটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তারা। এ সময় তারা কয়েকজন বিদেশ ফেরত যুবকের খোঁজ-খবর নেন এবং কয়েকটি দোকান থেকে টেলিভিশন ও কেরামবোট অপসারণ করেন। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, চায়ের দোকানে ভীড় কমাতে টিভি ও কেরাম অপসারণ করা হয়েছে। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
##
Leave a Reply