মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর ব্যুরো প্রধানঃ
বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ রংপুর ৷ বর্তমান সারাবিশ্বের সকল অন্যায়ের খবর সাধারন মানুষের কাছে আসে অনলাইন মিডিয়ার মাধ্যমে ৷ বাংলাদেশের অন্যতম অনলাইন মিডিয়া রংপুর টুয়েন্টি ফোর ৷ নেটে ঢুকলে দেখা যাবে দেশের প্রতিটি অন্যায় এর খবর সাধারন মানুষের কাছে তুলে ধরেছে এই মিডিয়া ৷ অন্যায় যেই করুক তারই কথা তুলে ধরে এই মিডিয়া ৷ যার নিরলস পরিশ্রমে সফলভাবে সত্য খবর প্রচার করে এই মিডিয়া তিনি হলেন সম্পাদক মো:প্রিন্স ৷ সত্য খবর প্রকাশের কারনে তিনি হয়ে যান প্রভাবশালীদের নিকট খারাপ ৷ তাই একটি কুচক্রী মহল তার ও তার পরিবারের নামে আনে মিথ্যা অভিযোগ ৷ মিজানুর রহমান নামে একজন সাংবাদিক অভিযোগ করেন-মো:প্রিন্স ও তার পরিবার মাদক বিক্রির সাথে জড়িত,পাপিয়া স্টাইলে অন্য মেয়েদের দ্বারা দেহ ব্যবসা করায় এবং আওয়ামী লীগ এর নাম ভেঙ্গে খায় ৷ এমন মিথ্যা অভিযোগ দেখে হতবাক হয়ে যায় তিনি সহ পরিচিত সকলে ৷ তিনি একজন সৎ মানুষ এ কথা সকলে জানে ৷ অভিযোগ প্রসঙ্গে সম্পাদকের সাথে কথা বলা হলে তিনি জানান-আমার নামে যারা অভিযোগ আনছে তারা যেন প্রমান দেখায় ৷ তিনি আরও বলেন কয়েকজন জামাতি সাংবাদিক কাজটি করেছে ৷ আমি ০৪ জনের নামে রংপুর কোতয়ালি থানায় মামলা করেছি ৷ তরুন সাংবাদিকেরা বলেন-একজন সৎ,অভি়জ্ঞ সাংবাদিক সত্য কথা প্রকাশ করার কারনে তার বিরুদ্ধে যদি এমন মিথ্যা অভিযোগ আসে,তাহলে আমরা তরুনেরা কিভাবে কাজ করবো ৷ আমরা চাই অবিলম্বে এর বিচার হোক ৷ এবং যথোপযুক্ত শাস্তি প্রধান করা হোক৷
Leave a Reply