তাৎক্ষণিকভাবে হাতহত কারও নাম-ধাম বলতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ দেখতে পান। তাদের মধ্যে তিনজন ছিলেন প্রাইভেট কারে। আরেকজনকে পাওয়া গেছে ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায়।
এখনও উদ্ধারকাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রাইভেট কার থেকে তারা তিনজনের লাশ উদ্ধার করলেও ট্রাকের নিচে চাপা পড়া একজনের লাশ এখনও উদ্ধার করা যায়নি। এছাড়া ট্রাকের নিচে জীবিত একজনও চাপা পড়ে রয়েছেন। ট্রাক সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রাইভেট কারটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি যাচ্ছিল ফরিদপুরের দিকে। প্রাইভেট কার থেকে তিনজনের লাশ উদ্ধার করা হলেও তাতে আরও কেউ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে।
Leave a Reply