‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভদিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘মুজিব আমার চেতনা, ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত কন্ঠে বান্দরবানের লামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন লামা উপজেলা প্রশাসন রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পারিষদ’র চেয়ারম্যান মোস্তফা জামাল ও উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি।
উপজেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন পর পর সর্বসাধারণের জন্য স্থানটি উন্মুক্ত করার পর লামা উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, লামা পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সকল স্থরের শ্রদ্ধা নিবেদনের পর লামা উপজেলা প্রশাসন’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে গাছের চারা রোপন ও চারা বিতরণ করা হয়।
Leave a Reply