ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে এক মাঝিকে ২ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে এক মাঝিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২২ মে) দুপুর ২টা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার,
পেশকার মোঃ মানোয়ার হোসেন, সহ চরভদ্রাসন থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, আজ শুক্রবার দুপুরে উপজেলার পদ্মা নদীর মৈনটঘাট ও গোপালপুল ঘাট দিয়ে লক ডাউন অমান্য করে এপার-ওপার যাত্রী পারাপার করার অপরাধে এক টলার মাঝি মোঃ ফরহাদ বেপারী(৪০) কে ২ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার
এসময় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান।
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ
মোঃ সুলতান মোল্যা
Leave a Reply