বুধবার সকালে দেয়া তথ্যে মোট শনাক্ত আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭৯। পরের ২৪ ঘণ্টাতেই দেশটিতে প্রায় ১১ হাজার জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলল।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুক্তরাজ্যের শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৮৬০। একই সময়ে বিশ্বের দেশগুলোর মধ্যে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২০ লাখ ২৩ হাজারের বেশি। ব্রাজিলেও শনাক্ত আক্রান্ত ছাড়িয়েছে ৮ লাখ।
তালিকার তৃতীয় স্থানে থাকা রাশিয়াতে জ্ঞাত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫ লাখ ১ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে।
বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ভারতে আরও ৩৯৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে সরকারি হিসাবেই দেশটিতে ৮ হাজার ৪৯৮ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করা হল।
মে মাসের ২৪ তারিখ ভারত আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দশম স্থানে ছিল। পরের ১৮ দিনেই দেশটি চতুর্থ স্থানে উঠে এলো।
জানুয়ারির ৩০ তারিখ কেরালায় প্রথম রোগী শনাক্ত হলেও সংক্রমণ প্রতিরোধে ভারত মার্চের শেষ সপ্তাহেই দেশজুড়ে লকডাউন দিয়েছিল। সেসময় দেশটিতে নতুন করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫০০র সামান্য বেশি; মৃত্যু হয়েছিল ১০ জনের।
আর সর্বশেষ ৭দিনে দেশটিতে প্রতিদিন ৯ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।
ভারতে কোভিড-১৯ এ মোট মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে মহারাষ্ট্রে; পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে আক্রান্তের সংখ্যাও এক লাখের কাছাকাছি পৌঁছে গেছে।
Leave a Reply