নিজস্ব প্রতিবেদক: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে হিজলায় আফসার উদ্দিন ফাযেল মাদ্রাসায় ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্ধোধন করেন এমপি পংকজ নাথ।
বরিশালের হিজলা উপজেলার আফসার উদ্দিন ফাযেল মাদ্রাসায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্ধোধন করেন বরিশাল ৪-আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ। উদ্ধোধন শেষে স্বাগত বক্তব্যে তিনি বলেন হিজলা উপজেলার সকল সরকারী প্রতিষ্ঠানের ভবন নির্মানের জন্য সূ-ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার। বক্তব্যকালে তিনি আরো বলেন সরকারের বরাদ্দকৃত অর্থায়নে সকল সরকারী প্রতিষ্ঠানে ভবন নির্মানের জন্য যথাযথ ভাবে কাজ করছে বরিশাল ৪ আসনের এমপি পংকজ দেবনাথ।
এসময়ে সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন ও মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরসেদ আলম ভূলু, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার সিকদার, হিজলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শাহ্জাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নযরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন ও সকল ইউপি সদস্যসহ হিজলা উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
Leave a Reply