রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা নিয়ে ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। , ‘যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।’
রাজধানীর গাতলীতে সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।
রূপপুর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, দুই চালান ইউরেনিয়াম এসেছে রাশিয়া থেকে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।
খেলা হবে স্লোগান আবারও সামনে এনে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ভোট হবে। আগামী জানুয়ারিতে ভোট হবে। জানুয়ারিতে ফাইনাল, নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।
Leave a Reply