সচেতন করা আপনার দায়িত্ব আলীকদমের জোন কমেন্ডার কর্ণেল সাইফ শামীম পিএসসি
আলীকদম প্রতিনিধিঃ বান্দরবানে আলীকদম উপজেলায় করোনার প্রাদুর্ভাব রোধ করতে টানা ১১ দিন ধরে লক ডাউন চলছে। করোনার কারণে কাজ বিহীন ঘরবন্দি হয়ে পড়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলীকদম জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল সাইফ শামীম পিএসসি।
এসময় আলীকদম জোনের সেনা টইল দলের গাড়ীতে করে আলীকদম উপজলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাতে জীবাণু নাশক স্প্রে করা হয়।
রবিবার (৫ এপ্রিল) সকাল দশটা থেকে বিভিন সড়ক ও এলাকাতে প্রতিদিনের মত ত্রাণ সামগ্রী বিতরণ,সচেতনা বৃদ্ধির লক্ষে প্রচারণা,স্প্রে ও মাস্ক¯ বিতরণ করেন আলীকদম জোন। এসময় আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ ইকরামসহ আলীকদম জোনের বিভিন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলীকদম জোনের জোন কমান্ডার লেঃকর্ণল সাইফ শামীম সবার উদ্দেশ্য বলেন,সবাইকে সচেতন হতে হবে।সরকারী নির্দশনা গুলাে মেনে চলতে হবে। একজনের কারণে যেন অন্য কারও জীবন ঝুকির্পূণ না হয়। নিজে সচেতন হবেন পাশাপাশি অন্যদের সচেতন করা আপনার দায়িত্ব।
আপনাদের অযথা ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। আপনাদের যা কিছু প্রয়োজন আমাদের জানান। আমরা আপনাদের বাড়ীতে পৌছে দিয়ে আসব।আলীকদম জোনের মানবিক এ সহায়তা অব্যাহত থাকবে।যাতে করে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ কিছুটা স্বস্তি পাই।
এদিক গতকাল সন্ধ্যা ছয়টার পর আবাসিক এলাকায় দোকান খোলা রাখায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দোকান ব্যবসায়ীকে জরিমানা ও সর্তক করেন। আলীকদম উপজেলায় বান্দরবান পার্বত্য বিষয়ক মন্ত্রী
জেলা পরিষদ, আলীকদম উপজেলা প্রশাসন,ইউনিয়ন পরিষদ,ব্যক্তিগত,স্বেছা স্বেবক সংগঠন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন।
Leave a Reply