জেলা প্রতিনিধি,
সব প্রতিকূলতা পেরিয়ে দুস্থ ও অসহায় মানুষদের বাসায় ত্রান দিচ্ছেন Corona Resisting Team Mirgonj.
প্রানঘাতী Novel Corona Virus (COVID- 19)এর প্রাদুর্ভাব এ দেশ এর এই ক্রান্তিলগ্নে গরীব দুঃখী ও অসহায় মানুষের মুখে অন্য তুলে দিতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়,জলঢাকা’র বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা সবাই মিলে গঠন করেন Corona Resisting Team Mirgonj.
করোনা ভাইরাস (কোভিড-১৯) সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। মৃত্যুর মিছিলে শামিল হচ্ছে অগনিত মানুষ। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে হাজারো লাশ। বাংলাদেশেও এর প্রভাব পড়ায় এই গরীব দেশটির অবস্থাও সংকটাপন্ন। জাতির এই দুর্দিনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং অতি অস্বচ্ছলদের সহযোগিতার জন্য ফান্ড সংগ্রহে অবিরত পরিশ্রম করে যাচ্ছে কিছু উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত ‘Corona Resisting Team Mirgonj’
নীলফামারী জেলার জলঢাকা থানার মীরগঞ্জ, ধর্মপাল এবং শিমুলবাড়ি ইউনিয়নের ২৫০-৩০০টি পরিবারকে সহযোগিতার লক্ষ্যমাত্রা ধরে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে Corona Resisting Team Mirgonj.
এলাকার গন্যমান্য ব্যক্তি ও কিছু উদ্যমী মানুষের সহযোগীতায় প্রায় ১০০ টি পরিবারকে ত্রান দিতে সক্ষম হয়েছে Corona Resisting Team,Mirgonj.
আরো প্রায় ২০০ টি পরিবারের জন্য ফ্যান্ড কালেক্ট করতে ব্যস্ত এই টিমের সকল সদস্য।
প্রত্যেক পরিবারকে যে উপকরণসমূহ বন্টন করা হয়েছেঃ
১. চাল-৪ কেজি
২.ডাল-১/২ কেজি
৩.তেল-১/২ লিটার
৪.আলু-১.৫ কেজি
৫.সাবান-১ টি
৬.লবণ -১ কেজি
তাদের এই সম্মিলিত উদ্দ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে চারিদিক থেকে অনেকেই সাহায্যের হাত বাড়াচ্ছেন তহবিল গঠনের জন্য। Corona Resisting Team, Mirgonj এর ধারণা অনেকেই কোনমতে দিনযাপন করতে পারলেও সবচেয়ে করুন অবস্থা সমাজের খেটে খাওয়া দিনমজুর মানুষের । তাই Corona Resisting Team,Mirgonj.মাঠ পর্যায়ে বিশেষ তদন্তপূর্বক বাছাইকৃত পরিবারগুলোকে ত্রান সহায়তা দিচ্ছে । দেশের এই সংকটকালে দল-মত নির্বিশেষে সকলকে এসকল অতি অস্বচ্ছল এবং দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান করছেন
Corona Resisting Team,Mirgonj.
আপনি দান কিংবা যোগাযোগ করতে চাইলেঃ
রবিউল আলম উৎসব-01737478668(বিকাশ)
গোলাম কিবরিয়া খান -01785258007(বিকাশ)
শাহরিয়ার কবির – 01701924468 (বিকাশ)
জাহিদুল খন্দকার -01773752874(বিকাশ)
সানাউল কবির -01619187501(বিকাশ)
মোছাদ্দিকুল খন্দকার-01780725712(রকেট)
Leave a Reply