বাকেরগঞ্জ প্রতিনিধি /
মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে- সম্ভাবনার কলসকাঠী এর উদ্যোগে কলসকাঠী’র একাধিক মসজিদে জুমার নামাজের পূর্বে “করথোনা ভাইরাস” সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আগত মুসুল্লিদের উদিশ্যে বিষেশ আলোচনা, নামাজ বাদে দেশ ও বিশ্ব উম্মাহর কল্যানে বিশেষ দোয়া মুনাজাত ও সর্বশেষে আগত মুসুল্লিদের মাঝে “করোনা” সচেতনতামূলক লিফলেট বিতরন।
বিঃ দ্রঃ বেশি বেশি তওবা ইস্তেগফার করি। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পূর্বে সম্ভব হলে অজুতে সাবান ব্যাবহার করি। নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখি।
Leave a Reply