সরকারি প্রকল্পের কেনাকাটায় অস্বাভাবিক দাম যাতে প্রদর্শিত না হয় সেজন্য সচেতনতা অবলম্বনসহ ছয় দফা নির্দেশনা দিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় সংশ্লিষ্ট অর্থবছরে সিলিং বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করছে। ফলে সরকারের রাজস্ব আয়ের সঙ্গে চলমান প্রকল্পের বরাদ্দে সামঞ্জস্যতা থাকছে না। এছাড়া সিলিং বহির্ভূত প্রকল্প গ্রহণ করায় প্রকল্পে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ প্রদান করাও সম্ভব হচ্ছে না। উল্লেখ্য যে, প্রাক্কলন ও প্রক্ষেপণের বাইরে প্রকল্প গ্রহণ সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ’
Leave a Reply