সরেজমিন বার্তা ” পত্রিকার সম্পাদকের উপর হামলা
- আপডেট সময় :
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
-
৪৮৩
- নিজেস্ব প্রতিবেদক: চাঁদা না দেয়ার কারণে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক মো:শাহজালাল রানা। পাশাপাশি দ্রুত সন্ত্রসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন । এই বিষয়ে মো:শাহজালাল রানা বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন -সাংবাদিকদের পর এবার সম্পাদকদের উপর হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এক ধরনের সন্ত্রাসী বাহিনীরা, যা দেশ ও জাতির জন্য অমঙ্গল বয়ে আনবে। ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিচার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এমন করে সাংবাদিক, সম্পাদক লাঞ্ছিত হলে লাঞ্ছিত হবে জাতির বিবেক, সমাজ কে যে ঘুনে ধরবে এটা বলার অপেক্ষা রাখে না। সারাদিন মাঠ ঘুরে নিউজ সংগ্রহ করে,যদি রাতে থাকতে হয় আতংকে তাহলে একদিন এমন পেশা হতে সবাই দূরে থাকবে এটা অস্বাভাবিক কিছুই নয়। দেশের উন্নয়নে সাংবাদিকদের অবদান ভুলে যাওয়ার মতো নয়, কেননা অনেক অনিয়ম, অত্যাচার ফুটে ওঠে তাদের কলম নামক অস্ত্রের সামনে। এজন্য সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রশাসনের সুনজর একান্ত জরুরী।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply