প্রখ্যাত সাংবাদিক ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার কামাল লোহানীর ছেলে সাগর লোহানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন।’
কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুই দিন আগে রাজধানীর পান্থপথ এলাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।
সাগর বলেন, ‘আমরা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার চেষ্টা করছি।’
গত মাসের মাঝামাঝি কিডনি সমস্যা ও অন্যান্য জটিলতা সৃষ্টি হওয়ায় কামাল লোহানীকে (৮৬) একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
Leave a Reply