ঢাকার অদূরে ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে খুন হওয়া বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে ধামরাই প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।ধামরাই প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা ছাড়াও আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন।এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও গ্রামবাসী কর্মসূচিতে নেয়।
প্রসঙ্গত বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জে একটি গ্যারেজে জুলহাস তার প্রাইভেটকার মেরামতের জন্য যান। গাড়ির মেরামত কাজ শেষ না হওয়ায় দুপুর আড়াইটার দিকে গণপরিবহণে করে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামেন। একই গাড়িতে আসেন জুলহাসের দ্বিতীয় স্ত্রীর স্বামী প্রবাসী শাহীন আলম ও তার অন্য সহযোগীরা।
এসময় পেছন থেকে তারা সাংবাদিক জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাত করে এবং গলা কেটে জখম করে। এ সময় স্থানীয়রা ঘাতকদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়। আহত সাংবাদিককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
Leave a Reply