সাতক্ষীরা: সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন
মোঃএহসানউল্লাহ আল মামুন সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে পর্যটন কেন্দ্রগুলোতে না যাওয়ার জন্য সাতক্ষীরায় মাইকিং করেছে জেলা প্রশাসন।
পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, জেলার শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকোটুরিজম সেন্টার, দেবহাটার রুপসী ম্যানগ্রোভ বনাঞ্চল, কলাগাছি পর্যটন এলাকাসহ সকল পর্যটন কন্দ্রে। সাতক্ষীরা জেলায় সব মিলিয়ে ২৩টি পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থান রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, করোনা সচেতনায় সাতক্ষীরা জেলার সকল সরকারি পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে করা শহরের মোজাফফর গার্ডেন (মন্টুমিয়ার বাগান বাড়ি) সহ যে সকল পার্কগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
Leave a Reply