হাতিয়ায় গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেল যুবক।
- আপডেট সময় :
বুধবার, ৩ মার্চ, ২০২১
-
১৪৭
786 বার পঠিত
মোঃ ছাইফুল ইসলাম জিহাদ (হাতিয়া) ঃ জানা গেছে গতকাল ০২মার্চ দিবাগত রাত ০৩টার সময় বুড়িরচর সাগরিয়া বাজার খাস মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে চোরের পথিমধ্যে গরসহ সাক্ষাৎ হয়। এই সময় এলাকার লোকজন সন্দেহ পোষনকরে হাতে নাতে গরুসহ আটক করে। জানা যায় গরু চোর তারেক (২১) পিতাঃ দুলাল উদ্দিন, বিরবিরি ৪নং ওয়ার্ডের বাসিন্দা বাহার মস্তানের বাড়ি।
গরু নিয়ে রাত ০৪টার সময় বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামের ছানাউল্যাহ মার্কেটে জনতার হাতে ধরা পড়ে। রাতে গরু নিয়ে যাবার সময় স্থানীয় জনতা হাতে নাতে আটক করে। পরে তাকে জেরা করলে সে সঠিক কোন তথ্য দিতে চাইনি।পরে নিজ মুখে স্বীকার করলে এলাকাবাসি তাকে আটক করে। পরের দিন সকালবেলা বিষয়টি স্থানীয় জনগন এলাকার সমাজ সেবক মোঃ ফখরুল ইসলামকে অবহিত করে। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি জাহাজমারা
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এডঃ মোঃ মাসুম বিল্যাহকে জানান। এই সময় ফখরুল ইসলাম এবং এডঃ মাসুম বিল্যার সমন্বয়ে পরে গরুসহ চোরকে জাহাজমারা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন। জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ মাসুম বিল্যাহ আমার সংবাদকে ঘটনার সততা নিশ্চিত করে বলেন, চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply