হাতিয়া পৌরসভায় নৌকার প্রার্থী ওবায়েদ উল্যাহ নির্বাচিত
- আপডেট সময় :
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
-
১৫৫
786 বার পঠিত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ), :হাতিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী কে এম ওবায়েদ উল্যাহ জয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী কাজী আব্দুর রহিম পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী হাতিয়া পৌরসভায় মোট ৩২ হাজার ৩২৯ জন ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের মোট ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply