হাতিয়া বুড়িরচর ইউপি নির্বাচনে ৪,৫,৬ মহীলা সংরক্ষিত আসনে নয়ন মেম্বারের টাকা দাখিল।
- আপডেট সময় :
শনিবার, ২০ মার্চ, ২০২১
-
১২৫
786 বার পঠিত
মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ),, হাতিয়া উপজেলা সংবাদদাতাঃ সারাদেশের ন্যায় হাতিয়া বুড়িরচর ইউনিয়নে অনেক জল্পনা কল্পনা শেষে ৪,৫,৬ আসনে ২য় বারের মতো অাবারও টাকা দাখিল করেছেন মোসাঃ নয়ন বেগম।
স্থানীয় সুত্রে জানা যায় দলের শ্রম ত্যাগে এবং জনগনের প্রত্যেক্ষ ভোটে গেল নির্বাচনে প্রথমে কারচুপির অভিযোগে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতাকে মামলায় পরাজিত করে জয়ের সমুদ্রবন্ধরে অবস্থান করেছিলো।এবং কোর্টের দেওয়া ফলাফলে ইউপি সদস্য পদ ফিরে পেয়ে আবারও মেম্বার নির্বাচিত হয়। স্থানীয় বুড়িরচর ৪,৫,৬ এ এলাকার জনগন সুত্রে জানা যায় যদি অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন হয় তাহলে ২০২১ইং ১১ই এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে আবারও বিপুল ভোটে অবশ্যই জয় লাভ করবে নয়ন মেম্বার। বিকাল ৪টার পর নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের জনগনের সাথে দেখা করতে যান তিনি। এইসময় তিনি জনগনের নিকট পূনরায় ভোট চান। পরে তিনি জনগনকে উদ্দেশ্যে করে বলেন আগামী ১১ই এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে জনগনের ভোটেই নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং তিনি বলেন আমার এলাকা গুলোর অনেক অসামপ্ত কাজ আছে যা আমি পূনরায় নির্বাচিত হয়ে সমাপ্ত করবো ইনসাআল্লাহ্
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply