মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ ),হাতিয়া,, হাতিয়া প্রতিনিধি: সারাদেশের ন্যায় হাতিয়া বুড়িরচর ইউনিয়নে অনেক জল্পনা কল্পনা শেষে কেন্দ্রীয় সিদ্ধান্তে দিতীয় বারের মতো অবশেষে দলীয় মনোনয়ন পেয়েছেন জিয়া আলী মোবারক কল্লোল। গেল স্থানীয় নির্বাচনে বিপুল ভোটে নিকটম বি এন পির প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনকে পরাজিত করে জয়লাভ করেছিলো।
স্থানীয় সুত্রে জানা যায় দলের শ্রম ত্যাগের বিনীময়ে তিনি এই মনোনয়ন পেয়েছেন। স্থানীয় বুড়িরচর আওয়ামীলীগ নেতাকর্মীদেরসুত্রে জানা যায় যদি অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামীলীগ প্রার্থী ২০২১ইং ১৩ই এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে অবশ্যই জয় লাভ করবে।
আজ ১৭/০৩/২০২১ইং রোজ বুধবার সকাল থেকে বুড়িরচর বড়দেইল ৬নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদ প্রার্থী মোঃ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে শত শত জনগন সাগরিয়া অভিমুখে জিয়া আলী মোবারক কল্লোল চেয়ারম্যানকে সংবর্ধনার উদ্দেশ্যে রওয়ানা করে। পরে দেখা যায় অন্যান্য ওয়ার্ডসহ বুড়িরচরের হাজার হাজার নেতাকর্মীরা নলচিরা ঘাটে জিয়া আলী মোবারক কল্লোলকে, সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হতে দেখা যায়। পরে হাতিয়া পৌছলে নেতাকর্মীদের সাথে নিয়ে মহাসড়কে সোডাউন করে বূড়িরচর অভিমুখে রওয়ানা করেন।পরে সাগরিয়া বাজার এসেসমাবেশ করেন, এইসময় তিনি বলেন, আমি মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাকে যোগ্য প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায়, সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হাতিয়ার মাটিও মানুষের প্রানের নেতা সাবেক উপজেলা আওয়ামীলীগের সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী সাহেবকে এবং বর্তমান হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাংসদ সদস্য জ্বনাবা আয়েশা আলী ফেরদৌসকে।
সেই সাথে হাতিয়ার সকল আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের তিনি ধন্যবাদ জানান।
এইসময় তিনি বলেন, আসছে নির্বাচনে জনগনের ভোটে জয়লাভ করবো ইনসাআল্লাহ্। এই সময় বক্তব্য রাখেন মাষ্টার মোঃ মহসীন, আওয়ামীলীগের সিনিয়র নেতা মোঃ ইউসুফ উদ্দিন, মাষ্টার মোঃ আব্দুল কাইয়ুম, ও বুড়িরচর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ আরো অনেকে।
Leave a Reply