নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
হাতিয়া হতদরিদ্রের মাঝে এক দিনে ৩০০শ শীত বস্র বিতরণ।

হাতিয়া হতদরিদ্রের মাঝে এক দিনে ৩০০শ শীত বস্র বিতরণ।

Exif_JPEG_420

 হাতিয়া প্রতিনিধিঃ মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ )ঃ  হাতিয়া ৯নং বুড়িরচর ইউনিয়নে এক দিনে ৩০০শ শীত বস্র বিতরণ করেছেন হাতিয়া সাবেক ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মোঃ আনসারুল আমীন (মিঠু), এই সময় তিনি আমার সংবাদ প্রতিনিধিকে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং বুড়িরচরে  সর্বস্তরের জনগনের পাশে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত ধরে, শেখ মুজিবুর রহমানের আদর্শে জনগনের খেদমতে  নিজেকে উৎস্বর্গ করবেন। তিনি আরো জানান আমি বুড়িরচর ইউনিয়নের জনগনের পাশে থেকে সেবা করতে চাই। সেই মর্মে তিনি প্রতিদিন বুড়িরচরের সকল ওয়ার্ড গুলোতে গন সংযোগ করেন। স্থানীয় জনগন সুত্র জানা যায় ছোটবেলা থেকেই এই তরুন উদীয়মান নেতা সততার সাথে জিবন পরিচালনা করে আসছেন।
জানা যায় তার পিতা মোঃ নুরুল আমীন যিনি প্রাথমিক বিদ‍্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি ও সততার সাথে জিবন পরিচালনা করে আসছে। স্থানীয় জনগনের আশা তরুন উদীয়মান এই নতা যদি ৯নং বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান হয়, তাহলে অবশ‍্যয়ই বুড়িরচরে সেবার মান বাড়বে। স্থানীয় জনগন শীত বস্র বিতরণের এই উদ্যোগে স্বাগত জানিয়ছেন। তাদের বিশ্বাস ভবিষ্যতে ও জনগনের পাশে থেকে খেদমত করে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2020 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com