হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা খাদ্য গোডাউনে নাইট গার্ডের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা যায় নাইটগার্ড মনির হোসেন ভিজিডি, ভিজিএফ, সহ নানা কর্মসূচির চালের বস্তায় পাইপ ঢুকিয়ে প্রতি বস্তা থেকে ২ থেকে ৩ কেজি করে চাল আত্মসাৎ করে।
নাইট গার্ড মনির হোসেন প্রায়ই চালগুলো স্থানীয় বিভিন্ন লোকের নিকট বিক্রি করে।
চাউলের বস্তা থেকে চাল বের করে বিষয়টি গোডাউনের টপ টু ডাউন সবাই জানে তার পরেও মনির বসে নেই আসলে মনিরের ক্ষমতার উৎস কোথায়।
নাইট গার্ড মনিবের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,গোডাউন কর্মকর্তার নির্দেশের বাহিরে আমি কিছুই করিনা।
উপজেলা খাদ্য গোডাউন কর্মকর্তা মং থাং বলেন এরকম অভিযোগ আমার জানা নেই।
তিনি আরো বলেন মনিরকে সরানোর জন্য মূলত এই ষড়যন্ত্র তারপরও বিষয়টি আমি খতিয়ে দেখব।
Leave a Reply