নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
হিজলায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা সহ ৬পুলিশ আহত

হিজলায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা সহ ৬পুলিশ আহত

স্বপন খানঃ বিশেষ প্রতিনিধি  ঃ বরিশালের হিজলা উপজেলার খালিশপুর এর মেঘনা নদীতে, ইলিশ নিধন অভিযান পরিচালনার সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের লাঠি সোঠা নিয়ে জেলেরা অতর্কিত হামলা চালিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা পারভেজ সহ, ৬ পুলিশ সদস্যকে আহত করে। গুরুতর আহত কয়েকজন পুলিশ সদস্য কে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । বিষয়ে হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন রাত অনুমানিক চারটা ৪ ,৩০ মিনিটের দিকে হামলার শিকার হয় , ঘটনাস্থল থেকে ১১ জন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ, এ বিষয়ে হিজলা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা স্থল থেকে গ্রেপ্তারকৃতরা হলেন ১। মোঃ আবু তাহের বেপারী (৩৫), পিতা-মোঃ ভেলু বেপারী, সাং-খৈলা, এ/পি সাং-দেবুয়া, ২। মোঃ হালেম রাড়ী (৩০), পিতা-মৃত আঃ ছমেদ রাড়ী, ৩। মোঃ মজিবুল হোসেন ফকির (৪৭), পিতা- মৃত আবেদ আলী ফকির, উভয় সাং-দক্ষিন চরদেবুয়া, ৪। মোঃ টিপু হাওলাদার (২২), পিতা-আঃ মান্নান হাওলাদার, সাং-খৈলা, ৫। মোঃ নজরুল বেপারী (৪৮), পিতা মোঃ জোনাব আলী বেপারী, ৬। মোঃ সালেহ ফরাজী (৫২), পিতা-মৃত আলী আহম্মেদ ফরাজী, সাং-খৈলা, ৭। মোঃ জুয়েল চৌকিদার (২০), পিতা-মোঃ অলি উদ্দিন চৌকিদার, সাং-অরাকুল, ৮। মোঃ হোসেন বেপারী (১৯), পিতা-মোঃ নজরুল ইসলাম বেপারী, ৯। মোঃ কদম আলী হাওলাদার (৩৫), পিতা-মোঃ কাশেম হাওলাদার, ১০। মোঃ মনির সিকদার (৩৫), পিতা-মৃত আব্দুস সত্তার সিকদার, সর্ব সাং-খৈলা, ১১। মোঃ হারুন ফকির (২৫), পিতা-মৃত জোনাব আলী ফকির, সাং-বাউশিয়া, এ/পি সাং-চরদেবুয়া,১২। মোঃ জাহাঙ্গীর সরদার (৪৫) পিং আলী বক্স সরদার সাং নাছুকাঠী সর্ব থানা-হিজলা, জেলা- বরিশাল সহ আরো অজ্ঞাতনামা অনুমান ৩০০/৪০০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2020 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com