নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলায় পৃথকভাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার নবনির্মিত শেখ হাসিনা পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এমপি পংকজ নাথের মিষ্টি ও বস্তু বিতরণ। একই সময়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুড়ালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জম্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শেখ হাসিনা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ বলেন, ১৯৪৭ সালের ২৮ শে সেপ্টেম্বর ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনার জন্ম। পরবর্তীতে তার হাত ধরেই আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। তার দৃঢ় নেতৃত্ব ও আপোষহীন সাহসিকতায় বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে। শেষে সাংসদ পংকজ নাথ অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।বঙ্গবন্ধুর ম্যুড়ালে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আফজালুল করিম বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় গুন হলো, তিনি যা বলেন তা করে দেখান।২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘ জিরো টলারেন্স’ এর অঙ্গীকার করেন।দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এরই মধ্যে তাঁর সরকারের গৃহীত নীতিগুলো জনমনে স্বস্তি এনে দিয়েছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন,বাংলার মাটিতে সন্ত্রাসবাদের স্থান নেই।তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাহসী ও অগ্রগতিশীল উন্নয়ন সম্ভব হয়েছে।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মাতুব্বর,মাষ্টার মোঃ ইসমাই হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুল লতিফ খান,উপজেলা সাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর,উপজেলা ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান সোহেল হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু সিকদার, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার।উপস্থিত ছিলেন, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান,মেমানীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, হিজলা গৌরব্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজ হোসেন, কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু,সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ টিটু,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ হাওলাদার, যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান সরদার,মোঃ রিয়াজ সিকদার,উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাঃ সেলিনা ইসলাম তুহিন, গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হারুন অররশিদ সরদার,উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, ছাত্র লীগ নেতা মোঃ তম্ময় সিকদার,মোঃ জয় মাহমুদ সিকদারসহ আরও অনেকে।শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার নেয়ামতউল্লা, ফারুকুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরব্দী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্মসাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী লিয়াকত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমা বেগম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার প্রমুখ।
Leave a Reply