হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় পৈতৃক ভিটা থেকে একমাত্র ভাতিজিকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নামক এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়,পিতা জাহাঙ্গীর চৌধুরীর মৃত্যুর কিছুদিন পর তার বসত বাড়ি থেকে মা ও মেয়ে জান্নাতকে মারধর করে বের করে দেয় চাচা মাহবুব চৌধুরী ও শাহজাহান চৌধুরীর পরিবারের সদস্যরা। চাচাতো ভাই আরিফ ও নাইম এক পর্যায়ে চাচাতো বোন জান্নাতকে হত্যার হুমকি দিয়ে এলাকা ছাডতে বলেন।ভুক্ত ভুগী জান্নাত জানান, তার পিতা জাহাঙ্গীর চৌধুরীর মৃত্যুর পর থেকে তাদেরকে ঐ বাড়ি থেকে উৎখাত করার পাঁয়তারা করে ফুফু,চাচা মাহাবুব চৌধুরী, শাহজাহান চৌধুরীর ও তার স্ত্রী, ছেলে নাইম, আরিফ । এ ব্যাপারে হিজলা থানায় একটি অভিযোগ দায়ের করেন জান্নাত। জান্নাতের অভিযোগ, বাড়িতে ঢুকতে গেলে চাচা, ফুফু, চাচি ও চাচাতো ভাইসহ একাধিক ব্যাক্তিরা তাকে মারধর এমনকি হত্যা ও করতে পারে। বাড়িতে ফলগাছ রোপন করতে গেলে রোপিত গাছগুলো তুলে ফেলেন তারা। তিনি আরও বলেন, বাড়ির আঙ্গিনায় একটি টিউবওয়েল থাকলে ও পানি ব্যবহার করতে দিচ্ছেন না। বসত ঘরের দরজার সামনে মানুষের মলমুত্র ছড়িয়ে দেয়ার অভিযোগ করেন সে ।তবে মাহবুব চৌধুরী তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন,বিষয়টি এমন নয় আমার ভাতিজির মানসিক সমস্যা রয়েছে। এ ছাড়া ও তার একাধিক বিয়ে হয়েছে। ভাগের চেয়েও বেশি সম্পত্তি দাবি করছে, তা নিয়েই একটু বিরোধ।জান্নাতের স্বামী বেল্লাল জানান, মাহাবুব চৌধুরী, পুত্র নাইম, ভাতিজা আরিফ তাদের বাড়িতে থাকতে দিচ্ছে না। সব সম্পত্তি এখন তাদের দখলে।এই বিষয়ে হিজলা থানা অফিসার্স ইনচার্জ জুবাইর বলেন,জান্নাত নামের একটি মেয়ে জমিসংক্রান্ত বিষয়ে অভিযোগ দিয়েছেন ,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।
Leave a Reply