নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের হিজলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের হামলায় । মামলার আসামিরা জামিনে বেরিয়ে ,শারীরিক প্রতিবন্ধী পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ মামলার ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে ও মামলা তুলে না নিলে প্রতিবন্ধী পরিবারকে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বর্তমানে প্রতিবন্ধী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন।উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি নামক এলাকায় ঘটনাটি ঘটে।একই এলাকার মালেক সরদারের ছেলে আল আমিন সরদার(২৫), বাচ্চু সরদার (৪৮),আক্তার সরদার (৩৫), রহিম সরদারের ছেলে,জুয়েল সরদার (২৫),সুমন সরদার(৩০),সুজন সরদার (২৮),জলিল সরদারের ছেলে বেল্লাল সরদার (৪০),মৃত্যু আইয়ুব আলী সরদারের ছেলে জলিল সরদার(৬০),লতিফ সরদারের ছেলে নবীন সরদার(৩০),কোলচর এলাকার রহিম সরদারের ছেলে মনির( ৩২),শহিদ(২৮)সহ আরো ৩/৪ জন তাদের বিরুদ্ধে মামলা করায় গুম ও হত্যার হুমকি দিয়ে আসছে।ভুক্তভোগী হানিফ সরদার জানায়,দীর্ঘদিন পর্যন্ত পূর্বকান্দি মৌজায় বাবার পৈতৃক জমিতে তিন ভাই বসবাস করে আসছি। শামিম(২৯) ও রাজিব(২২) নামের আমার দুটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।খুব কষ্টে প্রতিবন্ধী ছেলেদের এবং বৃদ্ধ মাকে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করি।আমার বোন রেকশনা বেগমের দিনমজুর স্বামী ও ৪ টি সন্তান নিয়ে রাস্তার পাশে(ভেরিবাদে) বসবাস করে।আমাদের সাথে পার্শ্ববর্তী বাড়ির মালেক সরদার ও রহিম সরদার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে।এরই জের ধরে গত সোমবার(২৭মে) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় আমার খালাতো ভাই নুরুল ইসলাম সরদারের দোকানে হামলা ও ভাংচুর করে।এসময় হামলাকারীরা নুরুল ইসলাম সরদারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে, তাদের হাতে আহত হয় ভাতিজা রাসেল সরদার(২৬),বোন রেশমা বেগম(৩৮)।স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় চাঁন মিয়া সরদার বাদী হয়ে হিজলা থানায় ১১ জন আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।এ বিষয়ে স্থানীয় ভাবে বহুবার শালিশ বৈঠকে উভয় পক্ষের কাগজ পর্যালোচনা করে রোয়েদাদ নামা প্রদান করা হয়েছে। এ বিষয়ে প্রতিবন্ধীর পরিবার প্রশাসনের উদ্যতন মহলের সহযোগিতা কামনা করে । নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের হিজলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের হামলায় । মামলার আসামিরা জামিনে বেরিয়ে ,শারীরিক প্রতিবন্ধী পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ মামলার ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে ও মামলা তুলে না নিলে প্রতিবন্ধী পরিবারকে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বর্তমানে প্রতিবন্ধী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন।উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি নামক এলাকায় ঘটনাটি ঘটে।একই এলাকার মালেক সরদারের ছেলে আল আমিন সরদার(২৫), বাচ্চু সরদার (৪৮),আক্তার সরদার (৩৫), রহিম সরদারের ছেলে,জুয়েল সরদার (২৫),সুমন সরদার(৩০),সুজন সরদার (২৮),জলিল সরদারের ছেলে বেল্লাল সরদার (৪০),মৃত্যু আইয়ুব আলী সরদারের ছেলে জলিল সরদার(৬০),লতিফ সরদারের ছেলে নবীন সরদার(৩০),কোলচর এলাকার রহিম সরদারের ছেলে মনির( ৩২),শহিদ(২৮)সহ আরো ৩/৪ জন তাদের বিরুদ্ধে মামলা করায় গুম ও হত্যার হুমকি দিয়ে আসছে।ভুক্তভোগী হানিফ সরদার জানায়,দীর্ঘদিন পর্যন্ত পূর্বকান্দি মৌজায় বাবার পৈতৃক জমিতে তিন ভাই বসবাস করে আসছি। শামিম(২৯) ও রাজিব(২২) নামের আমার দুটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।খুব কষ্টে প্রতিবন্ধী ছেলেদের এবং বৃদ্ধ মাকে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করি।আমার বোন রেকশনা বেগমের দিনমজুর স্বামী ও ৪ টি সন্তান নিয়ে রাস্তার পাশে(ভেরিবাদে) বসবাস করে।আমাদের সাথে পার্শ্ববর্তী বাড়ির মালেক সরদার ও রহিম সরদার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে।এরই জের ধরে গত সোমবার(২৭মে) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় আমার খালাতো ভাই নুরুল ইসলাম সরদারের দোকানে হামলা ও ভাংচুর করে।এসময় হামলাকারীরা নুরুল ইসলাম সরদারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে, তাদের হাতে আহত হয় ভাতিজা রাসেল সরদার(২৬),বোন রেশমা বেগম(৩৮)।স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় চাঁন মিয়া সরদার বাদী হয়ে হিজলা থানায় ১১ জন আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।এ বিষয়ে স্থানীয় ভাবে বহুবার শালিশ বৈঠকে উভয় পক্ষের কাগজ পর্যালোচনা করে রোয়েদাদ নামা প্রদান করা হয়েছে। এ বিষয়ে প্রতিবন্ধীর পরিবার প্রশাসনের উদ্যতন মহলের সহযোগিতা কামনা করে ।
Leave a Reply