হিজলা প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা টানা ১৪ দিন রাজপথে আন্দোলন করে আওয়ামী সরকারের পতন ঘটে ।
এমনকি পদত্যাগ করে ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ আগস্ট সারাদেশে আইন-শৃংখলার অবনতি দেখা দেয়।
হিজলা উপজেলার বিভিন্ন এলাকায়ও নানা ধরনের সহিংসতা দেখা দিয়েছে ।
এতে করে আওয়ামী পন্থীরা আতঙ্কে আত্মগোপনে।
সৃষ্ট সহিংসতা ও মানুষের জানমাল রক্ষায় গত
৯ আগস্ট বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি হিজলা কলেজে সেনাবাহিনী ক্যাম্প বসানো হয়েছে।
১০ আগস্ট বেলা ১১ টার দিকে সরকারি হিজলা ডিগ্রী কলেজ সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন লেবুখালী সেনানিবাস থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম আজিম সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন অফিসার।
এতে করে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে ।
এখনো গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে দোকানপাট খুলতে শুরু করেছে কিন্তু তেমন ক্রেতা না থাকায় বিপাকে ব্যবসায়ীরা।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনিরুল ইসলাম, হিজলা সরকারি ডিগ্রী কলেজে সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর রাফসান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
পরিদর্শন শেষে তারা বলেন সৃষ্ট আইন- শৃঙ্খলা অবনতির এবং হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় অথবা হিজলা রিপোর্টার্স ইউনিটি ও এশিয়ান টেলিভিশনের অস্থায়ী কার্যালয়ে হামলা যে ধরনের ভাঙচুর লুটপাট সহ নানা ধরনের সহিংসতা হয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরো বলেন আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি আগামীকাল থেকে হিজলা ক্যাম্পের পূর্ণ কার্যক্রম শুরু হবে।
Leave a Reply