নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাাজারে তামান্না টেলিকম নামক একটি দোকানে গতকাল ২৬ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাতে দর্ধর্চুর্ষ চুরির ঘটনা ঘটে। এসময়ে চোরেরা মোবাইল ফোন ও নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুটে নেয় চোর দল।
সুত্র যানায় রাত আনুমানিক ৯ টা কিংবা ১০টার দিকে দোকান বন্ধ করে দোকান মালিক ইদ্রিসুর রহমান বাড়ি চলে যান। আজ সকাল ৮ টার দিকে দোকান খুললে দেখেতে পান তার দোকানের সুলিং ভাঙ্গাচুরা এবং সুকেচে রাখা মোবাইল ফোনগুলো নেই। পরবর্তীতে দেখতে পেল উপরে চালের টিন কেটে নিশ্চিত দোকানে ঢুকে চুরির ঘটনা ঘটায় চোরদল। দোকানের মালিক ইদ্রিস জানান, তার দোকান থেকে নগদ টাকা ও স্যামসাং, সাওমি, ভিবো সহ অন্যান্য ফোন সহ আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল চুরি করা হয়েছে।
আরো বলেন এ নিয়ে মোট ৩ বার আমার দোকানে চুরির ঘটনা ঘটে, দেকাানে ঢুকে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। আমি প্রতি বাড়েই প্রসাশনের সরনাপন্ন হয়েছি এবং সাধারন ডাইরিও করেছি, কিন্তু সবশেষে তেমন কোন ফলাফল পাইনি।
হিজলা থানা ভারপ্রাপ্ত ও ওসি অসিম কুমার সিকদার বলেন, আমাদের কাছে অভিযোগ আসলে চুরির ঘটনাটি তদন্ত করে যাথাযথ আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply