বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে আটো গাড়ীর ধাক্কায় এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
২১ শে নভেম্বর দুপুর ২ টার সময় উপজেলার হাসপাতাল সংলগ্ন হিজলা-মুলাদীর সংযোগের প্রধান সড়কে এ দূঘর্টনা ঘটে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক শিশুটি কে মৃত্যু ঘোষনা করেন। জানাযায় শিশুটি উপজেলার বরজালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দ্রপুর গ্রামের মৃত আবদুল ছাত্তার সরদারের ছেলে আশরাফুল (৬)। মৃত্যু শিশুর সৎ মা জানায় দুপুরে বাসা থেকে তার আপন মা হাসপাতালে চিকিৎসাধীন তা দেখতে যায়। পরে একটি আটো গাড়ী তাকে ধাক্কা দিলে ঘটনা স্থানেই শিশুটি মারা যায়। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, শিশু আশরাফুল সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুর বিষয়ে বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply