নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দরে দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগে এক সংখ্যালঘু পরিবারের যুবককে নির্যাতন করলেন ওই বাজারের ব্যবসায়ী আব্দুল সালাম সরদার।
১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তাঁর স্ত্রী স্বামীকে বাঁচাতে আসলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন ওই ব্যবসায়ী। এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক তোলপাড়। ঘটনা সুত্রে, কাউরিয়া বাজারের কাঠমিস্ত্রি এবং বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয়ের ছেলে নির্মল চন্দ্রকে কাউরিয়া বন্দরের মুদি ব্যবসায়ী সালাম সরদারের দোকানে দুই প্যাকেট সিগারেট চুরি করার অভিযোগে ৩১ জুলািইয়া শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রকাশ্যে সুপারি গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। শুধু নির্যাতন করেই ক্ষ্যান্ত হননি মুদি ব্যবসায়ী। ১০ হাজার টাকা জরিমানা করে আগামী ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুল সালাম এর সাথে আলাপকালে তিনি নির্যাতনের কথা অস্বীকার করেন। এ ব্যাপারে নির্যাতিত নির্মল চন্দ্র দাসের স্ত্রী রুপা দাস (নদী) জানান, সকালবেলা ব্যবসায়ী সালাম সরদার তার স্বামী নির্মল চন্দ্র দাসকে বাড়ি থেকে বাজারে খবর দিয়ে নিয়েছেন। তিনি বাজারে যাওয়ার পর থেকেই তাকে গাছের সাথে বেঁধে এ নির্যাতন করছেন।তিনি আরো বলেন, আমি তখন মার ছাড়াতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার স্বামী যদি চুরি করে তার জন্য থানা পুলিশ আছে তারা বিচার করবে। তারা সেটা না করে আমার স্বামীকে নির্যাতন করছে তাই আমি এই নির্যাতনের বিচার চাই।কাউরিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু অশাক কুমার চ্যাটারর্জী জানান, আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। হিজলা থানার( তদন্ত) ওসি মোঃ তারেক হাচান রাসেল জানান,ঘটনা সম্পর্কে কিছু এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply